বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী  

জামালপুর প্রতিনিধি 

কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী  

বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের ৮২তম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার রাতে জামালপুর পিটিআই কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জামালপুরের পিটিআই সুপার হোসনেয়ারা বেগম। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন খান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশীদ ও সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী প্রমুখ। 

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, কাব স্কাউট মানেই শিক্ষার্থীদের সুশৃঙ্খল করে গড়ে তোলা, তাদের বিবেচনা তৈরিতে ভালমন্দ বোঝার ক্ষমতা ধারন ও সাহসি মনোভাব সৃষ্টি করা। তিনি শিক্ষার্থীদের প্রতি কোন কাজ চাপিয়ে না দেয়ার কথাও বলেন। 

কাব স্কাউট ৮২ ও ৮৩তম ব্যাচের মোট ১১৬ জন প্রশিক্ষণার্থীকে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের আওতায় আনা হয় বলে জানাগেছে।

টিএইচ